অন্তে, কুম্ভকর্ণ ঘুমায় সে অভুক্ত বলে  
যদিও সারাদিন অঝোরে ঘাম ঝরায়-
পারিশ্রমিকে খোরাক জড়ো হয় না তায় ,
চিন্তা, এ বেকারত্ব শেষ হবে কোন কালে ?
তাই ঘুমায় অকাতরে সব ভাবনা ফেলে ।


জাগে পুনরায় একুশেসদীতে আবার
দেখে, রংচং হৈচৈ হুল্লোড় জনতায় ,
ভাবিল সুখের দিন ! পুনঃ সে কাজ চায় ।
পেল উত্তর, এখন বেকারের পাহাড় !
গত সূচীর কাজ হবে না, কোন প্রকার ।


কুম্ভকর্ণ বলে, আমি স্বপ্ন দেখি রাতে
বিরাট পরিবর্তন জনতা দ্বারা দেশে ,
কাজের বন্যা, কেহ থাকিবে না বসে !
কেন এ অভাগার নির্মম কলঙ্ক মাথে ?
বাঁচতে চাই কাজ ,চাই দেশ সেবিতে ।


(ইং-৩০-০৫-২০১৯)