তেজ তাপে দগ্ধ আজি পৃথিবী ,
বরুণ দেবে কত না স্মরি -
যাচনা করি, শীতল বারি ,
অমূলক বিভত্স দৃশ্য-দেখি সবি ।


তৃণহীন মাঠ, পশু- হাড় জিরজিরে ,
গাভী সে অক্ষম দিতে দুধ ,
শিশুর অমিল পথ্য, ওষুধ -
মুমূর্ষুর তড়পন, নানা ব্যাধি জ্বরে ।


একাধারে অরাজক লুট, শোষণ -
অনৈতিকে সংঘটিত কর্ম
অনাস্থায় ভরা জীবন ধর্ম ,
ছেয়ে স্বার্থপরতায় আজি শাসন ।


নব জাগরণ আজ দূরে পালায় –
অম্বর রঙে ফ্যকাসে নীল
ক্ষুব্ধ-অনীহাঘন স্থিতিশীল ;  
জীব জগত্ অস্থির অসহ্য জ্বালায় ।


(ইং-০৫-১০-২০১৮)