কত না সুখ মনে
বোঝে- ক’জনা ?
ছোট বড়ো সব সনে
মোর আনাগোনা !


ঘষা খাই ,গুঁতো খাই ,
ঠোকর যে পাইরে !
জল-কাদায় হাতে ঠীঁই ,
খুব সুখ তাই রে !


বিচারের মজলিসে
কতোর ভাগ্যে জুটি ,
গর্ব ভরা কর্ম দৃশ্যে -
হাস্যে লুটোপুটি !


কুকর্মে মতি হলে
সে সম্মানীয়র ভয় !
দৈবাৎ কারো ভালে
হই যে সদয় !


কখনো কষ্ট পাই
লেপা-পোঁছা ঘরে -
ক্ষণকাল ঠাঁই নাই ,
তুচ্ছ ভাবে মোরে ।


সব গুরুর শ্রী-পায়
শোভি- উজ্জ্বল !
কত যে ধূলো চায়
পেতে পূণ্য ফল !


আমারে বুকে ধরে
ভরতভাই- একা ,
সানন্দে রাজ করে
মম সম পাদুকা !


(ইং-১৭-০৭-২০১৮)