গাঁয়েতে আছেন এক ধনী মজায়
ভরা মানসম্মান শঠতার ক্ষমতায় ,
ধূর্ততায় অহেতুক বাড়াবাড়ি চতুরাই
কত যে আদিখ্যেতা সীমা তাঁর নাই ।


হালখাতা দোকানে, লোক আপ্যায়ন
পাকা খরিদ্দার তারে পাঠান নিমন্ত্রণ ।
এঁটোপাতা কুড়ানো, দরকারী কাজ ,
সে প্রাতে যোগাড়িল কর্মশিশু আজ ।


পারশ্রমিক একমুঠো অন্ন দেবে বলে
সকাল থেকে শিশুর ব্যস্তকর্ম চলে ।
লোকটা হিসেবী তায় বেজায় কড়া ,
এ সস্তা মজদুর করেন না হাতছাড়া ।


শেষবার আসে কিছু নূতন খরিদ্দার
অনশিষ্ট সব খাবার করিল সাবাড় ।
শিশুর কপালে জুটিল মাত্র উপোষ ,
দোকানীর হল না- কোন আপসোস !


(ইং-২১-০১-২০১৯)