কেন বোঝ না- সে নেতার জ্বালা ?
শুধু দেখ গলা ভরা পুষ্প মালা !
কত সতেরে সমূলে নষ্ট করিতে
পোষে মস্তান, সত্যরে ধ্বংসিতে ।


আশীর্বাদ পেতে মন্দির, দেবঘরে ,
মিনতি-যাচনা, ঠাকুর চরণ ধরে !
কত গরীবের কষ্টের সম্পদ -
কত কায়দায় করেন আত্মসাৎ ,
কত কর ফাঁকি, কর্ম ছলে ঘুষ -
পেতে, রাত জাগে শীত-গ্রীষ্ম-পৌষ ।


বাস, সাত-তারা, ছোট্ট-কুড়ে -
মাত্র, নূন-ভাত, পানীয় ধরে !
এ কৃচ্ছ্র সাধন- জানিও, দেশহিত মন -
কোকিল আচরণ- সেবিতে অনুক্ষণ ।


কেবল দু’দশ গাড়ী-বাড়ী, কারখানা ,
এ কিছু না, পুঁজির তরে এ জমানা !
সন্তান-পরিবার, বিদেশের বাড়ি ,
সেথা বসবাস, চিন্তায় কত তারি !
সুরক্ষিত তারা পায় না, আঁচ-ছোঁয়া ,
এ লাভে নেতা- ত্যাগেন মায়া ।


এত দুঃখ তার, কেন বোঝ না আর !
তবু কেন অপবাদ দাও বারংবার ?


(ইং-১৬-১০-২০১৮)