চড়া পারা ও অদরকারে নীচে নামে ,
‘স্কাই ল্যাব’ আয়ু শেষে, রয় না আসমান ধামে ।
গাছ সে ফল ভারে নতঃ ,
বোকা- মূর্খরা বিনা দোষে ও খায়, কত না গুঁতো !


জ্ঞানীর জ্ঞান-পারা চড়িলে- নামা নয় নীচে ,
ছোট হওয়াটা অনেক কষ্টদায়ক তাঁর কাছে ।
বদন দেখেই বোঝা যায়- জ্ঞানী ,
বুঝানোর কায়দা, কথা-মাঝে বার্তায় দেবেন ঝাঁকুনী ।
তাঁর জ্ঞান জমা, শুধু নিজ হিত্ ,
অনেক তোষামদে তিনি জ্ঞান দানেন, যৎ-কিঞ্চিৎ ।


তাঁরা দেশের কাজে পদে না ,
খুঁত ধরার বেলায় আগে । যাবতীয় বাক্য জ্ঞানপনা ।
দেশে চলছে অন্যায়, যাচ্ছেতাই
দেখে ও একটিবার জ্ঞানবান জ্ঞানীর সাড়া নাই ।
কাজের কাজ করেন শান্তির ,
জীবনে নিজেরে আবদ্ধে- গড়ে তোলেন প্রাচীর ।


(ইং-২৮-০১-২০২০)
*-পারা চড়া > জ্বরে থার্মমিটারে পারা চড়া ।
*-স্কাই ল্যাব > আকাশ স্টেশন ।