ভালোরে কেবলি -বলা কালো !
জ্ঞানের বিকাশ কেমনে হ’ল ?
এ বড়ো অহং !জ্ঞানেতে বাধা -
ভাবনাটা নয়, সরল-সিধা !


সত্য বলায়, মুখেতে কালি
আগে মেলে ব্যঙ্গে হাততালি !
খুঁজে পাই না সে পথ,- গলি ,
কোন পথে যে- এখন চলি !


বাগানের সাথে খর্বে মিতালী ,
করিলে উজাড় কাননটি মালী !
বৃদ্ধিতে ভরে, কার সে জ্বালা ?
সুন্দরই ভোগে যন্ত্রণা মেলা !


স্বাপদে ভরা সে গহন বন -
উপরে তুফান জল প্লাবণ ,
সে বিপদ মাঝে, পথ করা ,
নয় কী ভীষণ ! শঙ্কা ভরা ?


যাতনা পেয়েও অশুভক্ষণে
আরো পুষে ব্যাধি, মনোপ্রাণে !
তুষারের পাহাড় করে পার -
মাতেন করিতে দেশ উদ্ধার !
তাঁরে দেই না মান, দাম আর
কারণ !দম্ভে ভরা যে সংস্কার ।


ইং-০৭-০৮-২০১৮)