অনেক জানার আছে এ ক্ষিতির
জ্ঞানের রূপ ও নানা ,
অনু-সন্ধিৎসু মন, পথের হদিস
কিছু বিদ্যা-বুদ্ধি জানা ।


গুণ মানা,- না অপগুণ মানা ,
কোনটা আসল জ্ঞানে ;
স্বার্থে নাকি লাভ হি লাভ !
তা’ মানে কী সর্বজনে ?


পরকে ঠকিয়ে সম্পদ জড়ো-
মজ্জায় মিশ্রিত গুণ ,
না কোন খেদ- দুঃখ প্রকাশ ,
বংশের ধারায় খুন ।


ওরাই আবার মাতব্ব-মোড়ল
বিচারক হয় সবার ,
শান্তির তরে ভাষণ, প্রার্থনা ,
যাচনা সুখী সংসার ।


(ইং-০৬-০৯-২০১৯)
*-খুন > রক্ত ।