সমাজে মানা হয়, প্রতিকাজে নম্রতা
আছে ফ্যানে-ভাতে বাঁচার যোগ্যতা ,
পতিতের উত্থান তরে যদি নড়াচড়া
অমনি কশাঘাত ,বাঁধা হয় পিঠমোড়া ।


কর্কষ ভাষায় শাসিয়ে আদেশ ভায়
খবরদার !পড়ে থাক আদি জায়গায় ।
না আগে বড়ার চেষ্টা, না জ্ঞাত হদিশ
স্থির থাক জাত্য ধর্মে নিয়ে জগদীশ ।


অতি কষ্টে অর্জিত ফল, উৎস বাঁচার
সব কাজে দিখাবটী, ভরা ব্যাভিচার ,
মুক্ত-স্বাধীন, সংবিধানে লেখায় পাবে  
মাত্র ভ্রম !কাজে পদেপদে খাবি খাবে ।


দু’হাত পিছে বেঁধে, শক্ত করে মুড়ে
বিনা বিচারে, প্রকাশ্যে ভূমিতে পড়ে ,
অকথ্য প্রশ্নবাণে, হাঁটুর আঘাত ঘাড়ে
হবে এ নির্মম মৃত্যু-দর্শন, ধরণী পরে !


(ইং-০২-০৬-২০২০)
*-অশ্বেত আমেরিকন নাগরিক “জর্জ ফ্লয়েড” এর হত্যাকে ঘিরে বিশ্বে দেড়শতের ও অধিক শহরে বিক্ষোভ প্রদর্শন, সেথা দুঃখ প্রকাশ ।
(তাঁর শেষ কথা, “দয়া করে আমাকে মেরেফেল না, আমি শ্বাস নিতে পারি না” ।)