হে দেশ বরেণ্য নেতা,-সখা-বন্ধু !
পরম দয়ার সাগর,- কৃপা সিন্ধু ।
তোমা ছাড়া নেই গতি-উদ্ধার !
আজ দেশেহিতে দরকার অপার ।


ভোটে সুশোভিত করো গৃহদ্বার -
সুশীল-সৌম্য মূর্তি হেরি তোমার ।
প্রতিবার দাও সুখবর, সব আর্তর
সেবিতে পেলে ক্ষণিক সে অবসর ,
নির্মূলে দুঃখ-কষ্ট তার প্রতিকার ,
হবেই শেষ সমস্ত জ্বালা-যন্ত্রণার ।
আশাময় বাণী ভালোবেসে মিশে ,
রবে সুখ-দুঃখে ছায়াসম পাশে ।
তুমি দীনের-সম্বল, ভাগ্যবিধাতা ।
সাধ্য কার অবহেলা সেসব কথা !


পরিণামে পরিণত হয় তব বাণী ,
বুঝিল সে মর্ম কথা-গুণী-জ্ঞানী ;
তোমার স্বার্থের তরে ধর্মোপদেশ
হামেশা লোকঠকাও বল অশেষ !
‘আর্তরে উদ্ধারিবে সে ঈশ্বর’,
এসব মিছা তোমার মাত্র প্রচার !


(ইং-১৩-১২-২০১৮)