এখন ক্ষণ         উতলা মন-
        কোথা পাই তার ?
দোকান খোলা  সেখানে মেলা-
         চাই কত আর !

খুঁজিছ দ্রব্য     সম্মুখে ভব্য
      রূপে রঙে নানা ,  
বাজার ঘাট     জম্-জমাট্-
     পেতে নাই মানা ।

কোন-টা বিষে     সুন্দর মিশে
         থরে থরে রাখা ,
প্রচুর ক্রেতা     আছে চাহিদা
         যেন মধু মাখা !


ভেজালে ভয়    মানেনা ক্ষয় -
       সব নিচ্ছে কিনে ,
পকেট ফাঁকা      উধারে টাকা
      আনো জেনে শুনে ।

সমাজে চল      এ মিঠা ফল-
       ধর মুঠো করে ,
ঋণে জড়িয়ে    বাঁচার ভয়ে
       যেওনা উপরে !


নামিলে স্রোতে ,   টানিবে গর্তে ,
       সত্য সেথা জানা -
চাই সাঁতার     পারিতে পার-
       পিছু হটা মানা !


(ইং-০২-১১-২০১৭)