সামনে ঝড়জল ধুলো ওড়ে
অবেলায় কত কত মরে ঝড়ে !
মৃতকদের পুরি নাই তার দাবি ,
অনুভূতি বেঁচে আজ ,তবুও ভাবি ।


পিপড়েরা ডিমগুলি মুখে নিয়ে
অসংখ্য পড়ে, প্রাণে শেষ হয়ে ,
প্রজাপতি, ফড়িং ,কীট-পতঙ্গ -
দৃশ্য বিভৎসে ভরা পড়া অঙ্গ !


এ ধরণীর বুকে ফিরিবে না আর
লড়িবে না তারা লড়াই বাঁচার ।
সর্বসুখ-দুঃখ, পালা তার শেষ -
মুক্তি পেল প্রাণে, অশেষ ক্লেশ ।


নরকূলে অমানবীয় কত লড়াই
বৃথা লড়ে লড়ে তারা করে বড়াই ,
তারও হতশ্রী রুক্ষ দৃশ্য অপার
তবু নাছোড় ব্রত, নিজ ছারখার !


(ইং-০৯-০৬-২০১৯)