সত্য পরে না, রঙিন জামা
তার আগে-পিছে কম মামা ,
সর্বদা সত্যের দৃঢ় পণ- শুদ্ধি
পথ ভোলে নাই আজ অব্দি ।


সত্যে বহুতর বন্ধন পাই
অসত্য প্রথার বিস্তার সদাই ,
সত্য কথার জ্যোতি বেশী
প্রত্যক্ষ দাঁড়িয়ে সূর্য-শশী ।


বিশুদ্ধ সোনা, নরম গঠন ,
মিলাবটি ধাতু কঠিন মতন ।
আস্থার মজ্জায় শোরগোল
বাঁচার তরে হরিবোল ,
দায় সারা মহৎ কাজে
বাজনা সেথায় খুব বাজে ।


সত্য নিষ্ঠার পথ পিচ্ছিল -
যন্ত্রণায় ভরা, তিল-তিল ,
সত্য কাজে দায়িত্ব বাড়ে -
বাচাল থাকে দূরে সরে ।
সত্য চলে কচ্ছপ চালে ,
কল্পনা চলে দ্রুত তালে ।


(ইং-১৬-১০-২০১৮)