আপনজনের আপনত্বে ভরা ছিল মুখ ,
আঙন, নন্দন কাননের সুশীতল ছায়া -
পেয়েছিলেন অমৃতসম সাংসারিক সুখ ,
স্বর্গীয়সম সে স্ত্রীপুত্রের প্রেম-স্নেহ-মায়া ।


নিয়ে মানব ত্রাণের ইপ্সিত আতুর মন -
ত্যাগে, যাবতীয় ঐশ্বর্য্য-বল-প্রতিপত্তি –
সুযোগ আসে গভীর রাতে শুভক্ষণ ,
বৈভবে আসেনি দুর্বলতা বাধা-বিপত্তি ।


কপর্দক শূন্য হাতে জ্ঞানান্বেষণে মাতে –
চিরতরে হোক অহিংসার বাস সংসারে
চায়, জরা-ব্যধি-মৃত্যুর পরিত্রাণ পেতে ,
দুঃখ জ্বালা নির্বাপিত হোক ঘরে-ঘরে ।


পার সেই আড়াই হাজার বছর- আগে
সে মহপ্রাণ নেপালের কপিলাবাস্তুতে ;
বৌদ্ধপূর্ণিমায় মায়াদেবীর ক্রোড়ে জাগে ,
শ্রদ্ধয়ের শ্রীচরণে শতকোটি নমস্তে ।


(ইং-১৫-০৫-২০১৯)
৫৬৩-b, c, বৈশাখ মাসের বৌদ্ধপূর্ণিমার দিন বুদ্ধদেবের জন্ম হয় ।