আকাশে বাতাসে এ কী সুবর্ণ আভা !
ভোরের রবির আজ মনোহরা শোভা ,
        কণ্ঠ ভরা প্রেমের গান
        বঙ্গবাসির ভরে পরাণ ,
সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র
পঁচিশে বৈশাখ তাই বুঝি মহা পবিত্র ।


বঙ্গ মায়ের ক্রোড়ে, তুমি ভূমিষ্ট হলে
পরাধীন যুগেও মাতা গর্বিত সবলে ।
    হে কবি ! উদয় হও বারবার
   দূর কর তৃষ্ণা এ তৃষিত ধরার ,
বহু অপূরণ জ্ঞানক্ষুধা, বাংলায় খরা -
পুনঃ রাঙাও মন, সাহিত্যে বসুন্ধরা ।


(০৪-০৫-২০২২)
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর শুভজন্মদিনে তাঁর চরণে শ্রদ্ধাবনতঃ শত-শত নমন ।