বক দেখেছ, বক ?
ভীষণ শীতে বা তপ্ত দুপুরে
বারটি মাস , একহাঁটু জলে
এক পায়ে দাঁড়িয়ে
একমনে তপস্যায় লীন
তার ধ্যান-জ্ঞানে হতে হয় অবাক ,
এই হ’ল ধার্মিক বক !


কুম্ভীর, সেও মায়াকান্না কাঁদে
দু’চোখ দিয়ে নীরবে জল ঝরে
আশায় আশায় থাকে- সবুরে
যদি কেহ ধরা দেয় তার ফাঁদে ?


আদর্শ ধার্মিক মান্যতাতে ,
ব্যাতিক্রমী ব্যবহার- চলন বলন
দেহময়, অনাদি কত স্বস্তিক চিহ্ন
ভারী-ভরকমভাব নানা আচরণ
মুখে বিশেষ বিশেষ বুলি উচ্চারণ ,
মনুষ্যত্ববোধে গুরুলব্ধ ভাষ্য প্রসারণ ।
পর- আস্থায় সন্দেহ জ্ঞাপন ,
বিধর্মী ,কাফের , নাস্তিক ,
ইত্যাদি ইত্যাদি মনে দৃঢ় পোষণ ।
নিজ করা, সারা কর্ম, সুমধুর -
পর যদি করে ঐ কর্ম ; শুনতে পেলে
তেলেবেগুনে জ্বলে রুদ্রমূর্তি- ভষ্মাসুর ।


(২২-০৫-২০২২)