কাজে নয় হেয়
সুশ্রী, সুঠাম দেহ ,
উচ্ছল যুবা-কাল -
উদ্যমে ভরা তাল ।
চারিদিকে দেখা
জ্যোতি সম শিখা -
না, মোটেই খল
চেহারা উজ্জ্বল !


আসে তারা সেধে
বিপদে আপদে ,
এরা নয় যে পর
সখা-বন্ধু, মান্যবর ,
ওরা করে রক্ত দান
সুযোগে দেয় টান
পাঞ্চালীর কাপড় !


ভদ্র মস্তান, পাড়ার,
দেশসেবি- অবতার ।
কত কাজের হেন -
ভোট কালে চেন ,
মনে ভরা আলো -
দলও বোঝে ভাল !
চাই, স্বদেশ উদ্ধার
সুদৃঢ় পণ তার ,
কাজে খুব ঝোঁক -
একনিষ্ঠ সেবক ,
সমাজ তরে মন -
তারা উত্তম জন !!


(ইং-২৪-০৮-২০১৮)