যুগ-যুগ ধরে ভাল ও মন্দ জগৎময় এক মহাদ্বন্দ্ব ,
মীমাংসায় ব্যতিব্যস্ত অযুত মানুষ
সব আছে তবু সময়ে হারায় হুশ ,
তাই কথাটা বার-বার প্রকাশ,‘আমার কপাল মন্দ’।


একজনকে সুশিক্ষিত হতে কত লাগে উপদেশ ?
তার সহস্র সহস্র গুণ সৃষ্টি আজ জগতে
শিখছেও জীবনবাণী, বোল ফোটার সাথে ,
আরো আছে মহান আধ্যাত্মিক শিক্ষা ধর্মোপদেশ ।


সমুদ্র জলে সংসার বাঁচে, গ্রহণের যোগ্যতার ’পর ,
কত কত কাজে উপকার পায় না তার
ভবে চলছে এমত নিষ্ঠুর খেলা অপার ,
বাঁচতে জীবনে ,না দরকার প্রতিটি খবরা-খবর ।


তবু প্রকৃতির ধর্মে যুগধারা, অজস্র সৃষ্টি সচরাচর ,
শান্তি-খোঁজে বিশ্বমাঝে জন- মত্ত রচনায়
অপকর্মে একদল মাতে নষ্টের প্রবঞ্চনায় ,
এই দ্বন্দ্ব-বিভেদ মাঝে, যেটুকু বাঁচে তাই সুখকর ।


(০৯-০৬-২০২১)