বদরূপ চরিত্র ভরমার অবারিত
চমক ধরাতে, হেয়ালী অবিরত ,
ছুপায় আসল রূপ রাজ
অসৎ-ধোঁকার তার সাজ ।


হোক না শক্তিশালী চতুরপনা ,
ছলনার উপর সৌধ স্থায়ী না !
ভিত,যদি না পবিত্র
এমনি বাহারে চরিত্র ,
সব কর্মই বৃথা, মাত্র ভন্ডামী ,
ভয়াবহ পরিণাম অদূরগামী ।


আপাততঃ সুন্দর-মধুর
টেকে না ধোপে বেশী দূর ,
দিলে কাজে এ মতে শুধু ধ্যান
মেলে দুঃখ, আছে বহু প্রমাণ ।


বার বার যদিও সে পস্তায়
তবু আশায় হাত বাড়ায়
বেচারার চাহিদার হয় না জয় ,
রোগের নিষ্পত্তি, ধ্বংস-ক্ষয় !


(ইং-০২-০৯-২০১৯)