সত্য প্রমাণিতে আসে নানা আঘাত ,
জনতা না মানিলে, সত্য চিৎপাত !
রাখিলে বিচার জন মাঝে ভরি ,
বিরোধীরা দেয় না আস্ত ছাড়ি ।


প্রতিদ্বন্দ্বীর পুষ্য, যতেক বিদ্বেষ -
মনোবিকার ধুন্, অমান্য অশেষ !
শুভতে আলোচনা- বিচার প্রকট ,
কত যে পাকায়, ঝঞ্ঝাট -ধর্মঘট ।


যতই আনো অকাট্য তর্ক-যুক্তি ,
একরোখা, রগচটা, মানে না উক্তি ।
বড়ই বঞ্চনা ! এ হেন কাল-সময় ,
সত্য দুর্ভাবনায় ধূলোতে লুটায় ।


কত যে সত্য সহে, এ হেন গ্লানি ,
মাঝখানে জনতার বাড়ে হয়রানি ।
অনেক উদাহরণ ভরে আছে ভবে ,
না জাানি দৈন্যের মুক্তি কবে হবে ।


(ইং-১৮-১০-২০১৮)
*-কাব্য সার > কেরলের সবরীমলা মন্দিরে মহিলা প্রবেশের উপর কাব্য ।
মন্দিরে প্রেবেশে মহিলার স্বপক্ষে সুপ্রীমকোর্টের রায় থাকা সত্ত্বেও
বিরোধীরা মহিলাকে প্রবেশে লাগাতর বিরোধ করছে ।