সৎ এর সম্বল আস্থা-ভরসা, ন্যায় ,সচরাচর
আচার আচরণ, চৈতন্যে শুদ্ধতা ধারণ, প্রখর ।
সদা নিজ পক্ষ আদর্শ মানা, মানসিক ভাবগতিক ,
মনে, এর অতিরিক্ত সে ভাবনা পোষে না অধিক ।


দৃঢ় বিশ্বাসের আত্মবল ,এই বুঝি জয়ে ভরিল জীবন
কিন্তু কিছু বাধা-বিঘ্নে হয় অসফল, কারণ অকারণ ।
পাশা যায় পাল্টে, জয় উদাহ,- আসে ভেসে ক্ষয় ,
অভাবিত পরিস্থিতি, হঠাৎ ভাগ্য হয় অন্ধকারময় !


আদর্শে রুচিবান তবু হৃদয়ে ভরে মহাজ্বালা !
মান্য সৎপথ তবু মনোমাঝে- ধিক্কার উদয় মেলা ।
ভাগ্যাকাশে অবাঞ্চিত ক্ষয়- তারা করে সুখ হরণ ,
না যায় ফেলা- না গেলা, অকারণ তারে করা গ্রহণ ।


(ইং-২২-১০-২০১৯)