তপ্ত তাপে অস্থির ধরণী
বাদলের রূপ, রংধনু বর্ণী
আকাশ ভরা মায়ার মেঘ
তাই না দেখে ডাকে ভেক ।
ভিতরে আফিম উপরে মধু
মনকাড়া গুণ পুঁজির জাদু ,
অদৃশ্য সূতোর পাতা জাল
অতি সূক্ষ্ম গোপন চাল ।


মুখ্য নীতি শ্রেণী বৈষম্য -
সুবোধ শেষ,-ধ্বংস কাম্য ,
চমক ধমকে হৃদয় জয়
মধুর গানে মন ভুলায় ।
লাভের তরে সবই পারে
সত্য বিচার রাখে দূরে
দ্বন্দ্ব-ফ্যাসাদ তার আবাদ
ধনী সেবায় বাজী মাৎ ।


কলহ-দ্বেষ ভরে সংসার
আপনারে তারা করে পর ,
কাজে বোঝে, দিশা- হদিশ
আপততঃ মধুর,-পরে বিষ ।
নীতির ঘরে খোঁড়ে চালা
আগের তরে বাড়ে জ্বালা
পুঁজিবাদীর নীতির আগে
‘করোনা’ সে কোথায় লাগে ।


(ইং-৩১-০৭-২০২০)