দেশ চালানোর সে গুপ্ত মন্ত্র ,
শাসকের অস্ত্র, শোষণ যন্ত্র ।
উপরে বাজে, মধুর বাজনা
অসাধ্য তার কূটনীতি জানা ।


রূপে পুঁজিতন্ত্রের মুখ্য ধরণ -
দলাদলী হিংসা, নিজি করণ ।
জনমনে জাগায় নিছক আশা
বিরোধীরে করে কোণঠাঁসা ;
বৃদ্ধি খাজনা- বিনা আধার
সংখ্যায় বাড়ে গরীব অপার ।


ওরা জানে, বিন্দু-বিন্দু রক্ত
শোষণে, পুঁজি পাকাপোক্ত ,
উপর তলার সুখের দিন -
গরীব আরো দুঃখী-দীন !


(ইং-১৮-০১-২০১৯)