মার্ক্সবাদে দানা বাঁধে রাশিয়ার অম্বর
মানবতার উদয় সে সাতই নভেম্বর ,
রুশক্রান্তি নভ-বায়ু এক করে আশমান
জোয়ারে উদবেলিত সর্বহারার প্রাণ ।
সাম্রাজ্যবাদীর বেড়া সমূলে উৎপাটিত
লাখোতে অমূল্য জীবন যুদ্ধে হ’ল-হত ।


নির্মল গগনে উদয় এক প্রচ্ছন্ন ছবি
গাহিলেন 'মানব জয়' কত শত কবি ।
সাম্যবাদ তার ঢেউ দিকে দিকে ধায়
দুঃখী পায় অভয়, বাঁচে স্বাধীন ধারায় ।


পুঁজিবাদ সে ঢিল দানে রূপ-চেহারায়
জনতারে মোহিত করে নকল মায়ায় ,
মান্যতায় হঠধর্মী বককে মানা ধার্মীক
জনে বিপথে মাশুল গোনে মর্মান্তিক ।


এখনো বেঁচে ক্রান্তি- নভেম্বরের রেশ
পুঁজিবাদ বিরোধে অনেক অনেক দেশ ।
রুশের ক্রন্তি এক-অস্ত্র, মনে জাগায় হর্ষ ,
শেখায় ন্যায়োচিত পথে করতে সংঘর্ষ ।


অর্থলোভে মুনাফায় মালিক হয় হন্যে ,
সংঘটিত অমঙ্গল কাজ সমাজের জন্যে ।
পুঁজিবাদ সঙ্কটে ,বৃদ্ধির হার অনাচার -
ত্রাহি-ত্রাহি রব ওঠে চারিধার অপার ।


(ইং-০৭-১১-২০১৯)
*- (ইং ৮-৩-১৯১৭ থেকে ৭-১১-১৯১৭) নভেম্বরের মহান রুশ ক্রান্তিকারীদের প্রতি শতশত নমন ।