ব্রতী অবশ্য সুবিচারে, মান্যে মহান ধর্ম
সাধনে অপার কৃচ্ছ্র, জ্ঞাত ত্যাগের মর্ম ।
মনটা দৃঢ় স্বার্থহীন, সৎকর্মে প্রত্যয় স্থির ,
সত্যকথায় দৃঢ়-অটল, ন্যায়ীমত যুধিষ্ঠীর ।
নিঃস্ব রয় সারা জীবন, পর সুখের তরে
নিজ আপন ভেবে সবে, পড়েনি সে সরে ।


গঙ্গাজলে শুদ্ধ হয় না সর্বদা কালি ধুয়ে ,
জয়ে জগৎ হয় না কার্যে , শয্যাতে শুয়ে ।
ক্ষুধাতুরে উজাড় করা, আপন অন্ন জল ,
অকথ্য কথা শুনেও তবু হবে না অবিচল ।
নিজ ক্ষতি প্রাধান্য পায় পর দুঃখ হরে ,
আঁখি ধারা সখা-বন্ধু, আপন দোসর করে ।
সুখী, সুখে বিদায় নেবে উপকারী ফেলে ,  
ঝোলা ভরা কষ্ট, উপহার বেচারার মেলে ।


(ইং-২২-০৫-২০২০)