বর্ষা মরশুমে চাষীর ভীষণ জ্বালা -
কাজে যোগাড়-যন্ত্র, লাগে মেলা ,
ওঠে চারিদিকে রব, সাজ-সাজ -
বাড়ে ঝামেলা, কাজ আর কাজ ।
যদিও ভাবনা তার নিজ সংসার ,
তবু সে অন্নের অংশ দানে, সবার ।


ভোটের মরশুম, নেতার পালা -
আয়ের সুযোগ, সেথা খুশি মেলা !
স্ফূর্তিতে মশগুল, চেহারা উজ্জ্বল ,
আসে আনন্দ জোয়ার, নিয়ে প্রবল !


পুরাতন নীতি অস্ত্রে, ধারেতে শুরু ,
ডাকে, সমস্ত মস্তান , নারু-হারু ।
জং-ধরা জ্ঞান নীতি, পোঁছে, ঝাড়ে ,
ঘষে-মেজে চকচকে, করে তারে !


অধরা, নেতার ছলচাতুরী,-করিস্মা ,
চোখে আঁটা, মোটা-মোটা, চশমা !
জ্ঞানে নেতা গূঢ়বিদ্যায়,- বিদ্যমান ,
অতি সহজ জয়তে তার সদা ধ্যান ।


ওয়াকিবহাল গণতন্ত্রের নিয়ম পাঠ ,
বাঁধে শক্ত আ’ল, সব মাঠ-ঘাট ।
বংশধারায় পূর্বজ, প্রদত্ত এ দান -
আপসে লড়িয়ে,তার বাড়ে মান !


(ইং-১১-০১-২০১৮)
হিন্দী শব্দ করিস্মা > চমৎকার ।
আসল শব্দ ওয়াকিফহাল পরে > ওয়াকিবহাল