নিজের ভালোটা কে না বোঝে
পাগল ও বোঝে সংঙ্কট মাঝে ,
পেটের জ্বালায়, ছাড়ে না পাত-
অধিকার থেকে চায় না উৎখাত ।


সুবুদ্ধির বিবেক, পরিপূর্ণ মগজ
হয় যদি বাস্তবে কোরা কাগজ ?
লজ্জার পাহাড় সামনে দাঁড়ায় -  
সুসভ্য মানবতার চিন্তা বাড়ায় ,
মনের জটিলতর ঝড় জ্বালায়
উজালা রাতে সে পথ হারায় ।


বিপদ ভঞ্জনের উৎস গুণী মানব
পারে না এ কাজ কোন দানব !
পারে না আলেয়া, অপছায়া শক্তি ,
সমাধানে মানবই সত্য, কর্মে ভক্তি ।


(ইং-২৩-০৬-২০১৯)