যারা করে শোষণ রাজনীতি ,
অদেখা আশপাশ ক্ষিতি স্থিতি ।
তুচ্ছ ভাবনায় চালায় দল -
স্পৃহা ওদের স্বার্থটি-প্রবল !


ধ্যেয়, ক্ষমতায়, আয়ত্তে সুখ -
সেমত আচরণ ধারণে খুব !
দল ভারীতে, ছাঁটা-ছাঁটা খল -
দাম দেয় সে ,অযোগ্য অচল ।


যেথা বিচার অস্থির, ভাল মন্দ -
নেই সে ভাবনার সাথে দ্বন্দ্ব !
হীরাকে পারে দূরে ঠেলিতে ,
উত্তমে পারে খুব লড়াতে !


স্বার্থসিদ্ধির উপায় গোনে -
জন ভাবনা ভাবে না মনে ,
অধম সাথ, আকন্ঠ পিরিত ,
গড়ে তোলে, অশুভ রীত ।


(ইং-১৫-০৯-২০১৮)