অন্নদাতা পথে পথে করে আন্দোলন
কানুনে তার ভবিষ্যৎ মন্দ ,
তাই এক নয় দুই নয় !প্রায় বারোমাস
তারা চায় না কোন দ্বন্দ্ব ।


কোন কালে, কোন দেশে শোনা ?
শাসক চায় না সমাধান ,
মুখে একবার যা বলেছে সরকার
সেটাই আসল বিধান !


কৃষক, ছয়শতের উপর প্রাণহানি
প্রবুদ্ধরা ভেবে অস্থির ,
আপন ভাই আজ বেঘোরে মরে
শাসক তৎপর কুস্তির ।


সর্বদ্রব্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি
ত্রাহী-ত্রাহী রব জনগণ ,
ভয়ে- সন্ত্রাসে সাধারণ নরনারী
মুখেতালা যেন জীবন ।


লখীমপুর আবার ঘটিল অঘটন
অকালে বলি আট ,
এদিকে ভাষণে স্বপক্ষে সরকার
মিডিয়ায় ঠাঁটবাঁট ।
(০৩-১০-২০২১)


(০৩-১০-২০২১)-তে উত্তর প্রদেশের “লখীমপুর খীরী” সেথা কৃষক আন্দোলনে মৃতদের এবং তার পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করি ।