কক্ষনো না মনে সাড়া, অসাধু আচারী
আদিকাল থেকে মানুষ সে সুন্দরের পূজারী ,
গুণে ভাল-উত্তম, বেছে নেবে ;
সে চায় সুখশান্তির জীবন, স্থায়ী রূপে ভবে ।


দুর্গম-প্রান্ত-বন-মরু পার হতে
পোহায় কষ্ট, ঝড়-ঝাপটা, অসহ্য শীতে !
আশায় বুক বাঁধে প্রতি প্রভাতে ,
উৎসাহ ধারায় অবিরাম চলে অজানা পথে ।


উন্নতির উন্নততর সুরভিত ফুল ,
মানুষ চিরদিন তার মাদক গন্ধে আকুল !
অজানায় অমানক মান্যতা এ ভিতে
কালচক্রে ব্যবহারে মানে বাঁচার তাগিদে ,
নেশাগ্রস্ত, লোভে দম্ভে কর্ম যতো ,
স্বার্থবশ হানাহানি, রণারণি, পাগলামি কত ।


আজ বিজ্ঞান যুগে কত মত্ কানা ,
তবু আত্মসাৎ গুরুবাক্য, প্রাণপ্রিয় তা’ মানা ।
পুরাতন ত্যাগিয়া করে নবীন বরণ ,
তাই মানুষ চলে আজ শ্রেষ্ঠ আদর্শে শরণ ।


(ইং-৩১-০৮-২০১৯)
“নবজাগরণ আবার জাগতে বলে
কবি তেমন করেই আবার সেই সোনা ঝরা দিনের আশায় বুক বাঁধেন” > কবি সমীর প্রামাণিক (অম্বরীষ কবি)  ।


গতকাল আমার কাব্য “নবজাগরণ” সেখানে উপরের এ মনোমুগ্ধকর মন্তব্য পেয়ে
আজ শ্রদ্ধেয় কবির নামে কাব্যটি উৎসর্গ করিলাম ।