বিশাল সে মানব নীতির জাহাজ -
জয়োনিশান উড়িয়ে, সময় কাল ধরে
স্বগর্বে মানব হৃদয়ে তোলপাড় করে
সুচালিত ছিল সে , অগ্রগতির সাজ ।


এমনি গর্বের ছিল অজেয় ‘টাইটানিক্’ -
মোদের দানে সে জাহাজ শিক্ষা অধিক ,
যাঁরা বাঁচে- তারা জানে অর্ণব অস্থায়ী
বহু আছে অজানা বিশ্বাস, ভরা এ মহী ।


মঙ্গল চালে চলছিল- ঘর সংসার সমাজ
একদা ধাক্কা খেল সে বিশ্বাসের জাহাজ ;
সামনে দাঁড়িয়ে করোনারূপী মহাপাহাড়
সে পুরাতন বিশ্বাস ভেঙে করে ছারখার ।


করোনা মানে না হার নির্ভয়, আস্থার
দুর্দম- বেপরোয়া, বশে না উপসনার !
নিমজ্জিত দেখি আস্থা, ক্ষণিক কালে ,
চিন্তার রেখা প্রস্ফূটিত যাত্রির ভালে ।


(১০-১০-২০২০)
*-অর্ণব > জাহাজ ।