রাজ করার কি কায়দা !
সরকার পথ বেছে নেয়- ফায়দা ।
অতি অতি ‘কর্’, পকেট ভরে
মূল্যবৃদ্ধি, ত্রাহি ত্রাহি রব জনতা করে ।


দায়-দায়িত্ব সব নিজি মাহাজন -
শাসকের কাজ চালানো ডাণ্ডার শাসন ।
জনহিত কর্ম আজ উদাহ ,
পুরো পয়সায় হবে শ্মশানে শবদাহ ।


লাগামছাড়া বিত্তবান ,
তাদের হাতে দেশ জনতার মান ।
চাকরী-বাকরীর মূলোচ্ছেদ ,
মন্ত্র, সমাজে আনো, জাতে জাতে বিচ্ছেদ ।
ধোকাবাজিতে কেল্লা ফতে -
অসহায় জনতা পিষ্ট, অভাবে ভাতে ।


(১৭-০৪-২০২২)