অভাগর দেখা ধূ-ধূ ফাঁকা মাঠ ,
সহ্যতে বুক ফাটা রব, বিকট !
জন্মে, পেয়েছে শুধু ধিক্কার ,
অপমান কত, দুঃখ-পাহাড় !
চূড়া থেকে নীচে পাদদেশ -
পেয়েছে জ্বালা-যন্ত্রণা অশেষ ।
মেলেনি ক্ষণিক প্রতিকার ,
খোলেনি কোন দয়াবান, দ্বার !
জীবন কাটে ভরা হাহাকার !
পেয়েছে অযাচিত ঘৃণা, তিরস্কার ।


সাধারণ প্রাণী, তারা ধরার পরে -
বেদনা আগুনে পুড়ে,শুধু মরে ।
তবু প্রাণবন্ত ! হয়েও পরাজিৎ -
যদিও জীবনে ভরা ক্ষত- প্রতীত্ ।
চারিদিকে হাঙর ,হায়না, শার্দূল ,
সদা করিতে চায় তারে নির্মূল !
কষ্টরে রুখিতে যতো করা মানা ,
থামে না জীবনে সে- বোবাকান্না !


(ইং-১১-১২-২০১৭)