বিপদ ঘটিবে যখন তখন !
নদীর কূলে ধরেছে ভাঙন ,
নদী পার্শ্বে মস্ত সমৃদ্ধগ্রাম -
বিরাজে প্রাচীন আস্থার ধাম ।
করিছে দৃশ্য সেথা উপভোগ
আশঙ্কায়, ভয়েকম্প- লোক ।


অনেকে ফেলে দীর্ঘশ্বাস ,
কেহ বা করে, হা-হুতাশ !
সকলে চায় ভাঙন রক্ষা -
তবে কেন দেরী,- প্রতীক্ষা ?
এ ভক্তি-ভাবনা, নয় সার ,
অপরের দ্বারা কাজ উদ্ধার ।


ঘুণে, দেশের ভাঙিছে আজ পাড় ,
দেশ অবিরত হয় শিথিল ছারখার !
হেথা কী জনতার আছে অভাব ?
জ্ঞানীতে ভরা দেশ হিত স্বভাব !
একতা, একাগ্রতা, চাই জনতার  
ত্বরিত সে ভাঙন সুধবার দরকার ।
মাত্র আস্থাভাজন, এ নয় খেলা !
প্রাণ শেষ, অসাবধানে-নিষ্ফলা ।


(ইং-৩০-১১-২০১৭)