বাল্যকালে একদা শুভসকালে
মন্দির চত্বরে, দেখা মেলে
হাতপা পাকাঠি সম, নুব্জ দেহে
কত-কত বসে হাতে বাটি নিয়ে !


স্বভাবে শান্ত ,স্বর কোমল নীচু
হাত বাড়িয়ে যাচনা করে কিছু ,
মনে হ’ল কতকাল ভুখা তারা
বুঝি নাই তখন, ওরা যে কারা ?


হয় জানা জ্ঞানলাভে, ওরা আর্ত !
অভাগা নিঃস্বহায়, অভাব অজস্র ,
তার দিন যাপন, ভিক্ষাই ভরসা
দিনান্তে একমুঠো অন্ন করে আশা ।


আজি স্বাধীন, দিবাকর মধ্য গগনে
শাসক জানায় দেশ, মহা উজানে !
এমনি সত্তর বছর পার করে কাল
বেচারা কষ্টে, আরো দুঃখী বেহাল ।
আজ তারা বেড়ে অতি সংখ্যায়
প্রভুর দ্বার প্রাঙ্গণে বসে ভিক্ষায় ।
(ইং-২০-০১-২০১৯)