হাঁড়ি ফুঁটো, চাল ফুঁটো ,
ফুঁটো নিজ কপাল-
ঘটি-বাটি বালটি ফুঁটো
ফুঁটো টিনের থাল ।
সন্ধ্যে বেলায় দাওয়ায় বসে
রাগরাগিনী গাই ,
জগৎ- সংসার বুঝে-শুনে
এতে সুখটি পাই ।


জীবন ভরে হাত-পা ছোড়া
কত না হল চেষ্টা ,
পূজো-পার্বণ , মন্দির দর্শন
সদয় হয় না কেষ্টা ।
পথে ঘাটে দুঃস্থরা ঘোরে
লোকে কি না কয়-
ওরা নাকি অমূল্য জীবন
বৃথা করে ক্ষয় ।


তাই তো মম সময় কাটে
রাগরাগিনীর ছলে-
এ ও নাকি উত্তম নীতি
গুরুদেব এসে বলে ।


(২৪-০৯-২০২০)
চাল > ঘরের চাল ।
গুরুদেব > পুরুত ঠাকুর ।