দুষ্টু ছেলে আজকের দিনে ,
চায় না কোন মা !
ঘুম পাড়ানীর গানটি তারা -
গাইতে জানে না ।


খোকার হাতে মোবাইল দিয়ে ,
করতে বলে খেলা ;
আবোল তাবোল ছবি দেখে ,
কাটে কেবল বেলা ।


করিলে বেশী দুষ্টুমি তায় -
তাকে করে আঁটো ,
ভয় দেখিয়ে হেনস্ত করে -
ডরাবনা ফটো !


ছেলেরা সব লায়েক হ’ল ,
বেকার বৃদ্ধিহার ;
পথ হারিয়ে ঐ খোকারা ,
ভাবনা শূন্য তার ।


দেশে আজি, উথল-পুথল ,
ধরবে কেবা হাল ;
সাহস গেল, আবেগ গেল !
খোকার শুষ্ক গাল ।


(ইং-০২-১১-২০১৮)