জীবনে বেঁচে থাকা গরীবের বড়ো এক উপায় ,
রেশনের ভরতুকি অন্ন খায় সরকারী ব্যবস্থায় ।
খাদ্য, মাসের বরাদ্য যোগাড়ে ব্যস্ত যারযার ,
রেশন দোকানে তাই বড়ো-বড়ো কাতার ।
না মচে অভুক্তের উৎপাৎ , শান্তি রক্ষায় পুলিশ ,
অধিকারে, ঠেলাঠেলি ফাঁকে ফাঁকে তবু নালিশ ।


কিছু দূরে আর এক কাতার, বাচ্চাভর্তি নিয়ে
নামী স্কুল , ধনীরা শিশুর প্রবেশ চায় পয়সা দিয়ে ।
অতি ভোরে গাড়ী বোঝাই পুরো পরিবার
অভুক্ত না থাকে, সাথে নিয়ে খাবার-যোগাড় ।
ঠেলাঠেলি না করে, আগে বাড়ার অবৈধ চেষ্টায় ,
সেখানেও পুলিশ সতর্ক, সভ্যদের পাহারায় ।


মাঝ খানে এক গাধা মানব হালচাল দেখে
উঁচ্চ স্বরে অনেকক্ষণ ধরে, শুধু সে ডাকে ,
আনন্দে ডেকে ডেকে সবার নজর কাড়ে
গাধা কি যেন জানাতে চায় ভাবনা চিন্তা ধরে ।
সে জানে পরাধীন তবু আজ মাঠে চরে স্বাধীন ,
দাঁড়ায় না লাইনে, পাহারায় যায় না তার দিন ।


(ইং-১৩-০১-২০২০)