দাঁড়িয়ে শতকোটি মানব সাগর তীরে ,
তাঁরা আশায় বুকবেঁধে ! দেখি অধীরে ;
নীরবে -নতঃশিরে, সহিয়া যন্ত্রণা !
চাহত ‘নয়নমতির’ অপার করুণা ।
পাই নমুনা, সে সেবকের ধর্মে নানা -
পূরিতে, তাঁর চাল, দেখি- নানাখানা !


সর্বদা উদাত্ত- আস্থার ভাষণ -
ধরাশায়ী হবে আগাড়ী-পিছাড়ীর শোষণ !
বেকারী নির্মূল, তার চিহ্ন লক্ষণ ,
শীঘ্র বহিবে পবিত্র গঙ্গায় প্লাবন !
শান্ত-শীতল হবে, সহস্র প্রাণ-মন ,
আরো নিপাতিত কলুষিত চিন্তন ।


আর ক’টাদিবস, মাত্র সবুর ,
সব অভাব দেশ ছাড়া,-দূর-দূর !
লক্ষ্য , জনভাবনা কেবল সাথে
কথায় যদি হয় কেল্লাফতে ,
কেন থাকা বৃথা, কর্মে মেতে ?
সব সুফল মেলে- হাতেনাতে ।
চিড়ে ও ভেজে ! বিনে জলে ,
মূলধর্ম, ভাষণে বলে, সব খুলে !!


(ইং-২৫-০৯-২০১৮)  
*>ভোপালে (ইং-২৫-০৯-২০১৮) তারিখে, বিজেপির মহাসভা সম্পন্ন হল ।