জয়েতে নেতার নেহাত সুমতি !
ভোটের আগে দেয় প্রতিশ্রুতি ,
রসালো সঘন , সোহাগ অতি -
মাত্র জল বুদ্-বুদ্, দৃশ্য ভাতি !
অভিনয়, ভোট তরে, মহাটান -
উপরে প্রেমভাব, দয়ালু পরাণ ,
হৃদয় কোণে লুকিয়ে-সুপ্ত ধোঁকা ,
সবারে মানে সে মূর্খ- বোকা ৷


কথা পাড়ে , কোটিতে চাকরী !
নির্মূল করিবে, দেশের ভিখারী ।
উল্টো ঘুরাবে দেশের চাকা -
বস্তি, ফুটপাথ, করিবে ফাঁকা !
মশা-মাছি ধ্বংস, অদেখা তার -
পদবী পাবে, হাতুড়ে ডাক্তার ৷
ব্যাঙ্ক টাকাচোর, খাবে মালাই -
তারা সুখে থাক, ঘরজামাই ।
চাষী যাবে না, তার নিজ ক্ষেতে -
কংক্রীটের জঙ্গল উঠিবে মেতে !
নেতার কাজ জালপাতা আজ ,
জেলের হবে বন্দ- ধরাধরি মাছ ।


লাভে জোটবাঁধা, তার প্রথা  -
দেয় সম্মান, দলভাগা নেতা !
শোন ধৈর্য্যে, হয়ে- শান্তশ্রোতা ,
ফিরিবে সুদিন ! কথা নয় মিথ্যা ৷


(ইং-১৮-১০-২০১৭)
*-যেখানে-সেখানে নানা মনমোহ ভাষণ শোনা যাবে ।
*-বিচক্ষণ ভোটের দ্বারা দেশে বহুধা শান্তি ফিরিয়ে আনা সম্ভব ।
*-ভারতে আগামী ১৭-তম লোকসভার ভোট ১১ এপ্রিল২০১৯ থেকে শুরু যেন সুষ্ঠু-সফল হয় তার নির্বাচন প্রক্রিয়া । এই কামনা করি ।