হায়রে মানুষ ! কবে হবে হুশ
কত কালের যুগধারা হয় গত
শিক্ষায় নব নব দ্বার খোলে অবিরত ,
সেই জলঘুর্ণিতে বাঁধা বিবেক
আগে বোঝাপড়া সবই যেন তুষ ।


চতুর্দিক বিরাজে জাগ্রত বিচার
খুঁজে হয় না পথ সুষ্ঠু বাঁচার
বিভেদ ধর্মমান, অশুভ আচার ,
আত্মকেন্দ্রীক তুচ্ছ কুসংস্কার
মশগুল মোরা জীবন সমাচার ।


খোঁজ রাখি না কোন কাজে
এ গণ্ডির বাইরে যে জগৎ আছে
অরণ্যে কেকা পেখম তুলে নাচে ,
ভাবনা ভরে না কাজে অতুল
আজ ,আমরা যেন কলের পুতুল !


(২০-০৬-২০২১)