দেশে অধরা তাঁরা, 'নক্ষত্র-স্টার' -
নাম মহিমায় জয়গাঁথা অপার ।
বর্ণে উজ্জ্বল, রঙে-রঙিন, সাদা –
ছা-পোষা দেশে প্রচুর, গাদাগাদা !
না টিম্-টিম্, না নিভু-নিভু আলো -
চোখ ধাঁধাঁনো, চটকে জোরালো !


রাতের আলোয়, ঝলসানো জ্যোতি –
রং-রূপ-বাহার, ঝাঝালো অতি !
তাঁরা, কমল, কোমল, এসির যাত্রী ,
তাই তাঁরা সম্মানের যোগ্য পাত্রী !


নক্ষত্রের-ছটা, প্রসারিত দূর-দূর -
ভোটমঞ্চে আবার ফোটে ও প্রচুর !
দুর্দিনে নিখোঁজ, দর্শন দুর্লভ -
কড়ি বিনে তাঁর সাক্ষাৎ অসম্ভব !


তাঁরাও মাতে, জনগণ সেবায় -
দেশপ্রেম-ভক্তি, কানায়-কানায় ।
সুনামের পদবী, নক্ষত্র-স্টার !
তাঁরা গর্বের সম্পদ এ দেশমার ।


যতই বাড়ও জমঘট তারকার -
স্টারে যায় না, দেশের অন্ধকার !
চাই দেশহিতে- ত্যাগের বিচার -
সেরূপ কর্মীর অনেক দরকার !
হে প্রভু ! আজ পুরণ কর দাবি ,
তব মঙ্গল দয়ায়, সম্ভব- সবি ।


(ইং-২৭-১২-২০১৭)
*-দেশের স্বনামধন্য স্টার , তাঁরা ও দেশ সেবায় উদগ্রীব , ভোট মঞ্চে দেখাদেয় ।
*-ভারতে আগামী ১৭-তম লোকসভার ভোট ১১ এপ্রিল২০১৯ থেকে শুরু যেন সুষ্ঠু-সফল হয় তার নির্বাচন প্রক্রিয়া । এই কামনা করি ।