যন্ত্রের অসীম গুণ ,
একসাথে হাজার লোকের কাজ উদ্ধারে সে নিপুন ।
তাইতো- আজ তার পরম সমাদর ,
সবে রাখে ভাল জ্ঞান, যন্ত্রের অন্তর বাহির খবর ।
যন্ত্র পারে বড়ো-বড়ো নদী বাঁধ দিতে ,
জঙ্গল পারে করিতে শ্রাদ্ধ- কলের করাতে !
পাহাড় গুড়িয়ে করে সমতল -
পারে শুষে নিতে- ভূগর্ভের সমস্ত তরল ।


চাইলে রাষ্টযন্ত্র রাখিতে জনতারে নীচে -
চেষ্টায় পারে তার কাজে , সবার বিকাশে পিছে ।
চিরতরে নীতির জালে অশান্তির ঢেউ -
এমন শক্ত বিভেদ-প্রাচীর গড়ে, পার পায় না কেউ ।
শাসনের দণ্ডমুণ্ডের কর্তা-ধর্তা-যম -
রাষ্টযন্ত্র চাইলে অভাব অনটন করে না কম ।
ইচ্ছায় পারে শাসকবর্গের একচেটিয়া সুথ ভোগ ,
দেশে কালাকানুন, ধরপাকড়, যাতনা অমোঘ ।


(০৫-১১-২০২০)