ঝড় ভরে তাণ্ডব নৃত্য
রেখে যায় তার স্মৃতি ,
ধ্বংসের কত দৃশ্য-রূপ
ব্যাপকতায় শুধু ক্ষতি ।
প্রলয়ী ঝড় মানুষকে শেখায়
রক্ষা পেতে উপায় ,
তবু প্রতিবার জান-মাল হানী
মানুষ সে কত অসহায় ।


রাজনৈতিক ঝড় মনুষ্য দ্বারা
কর্তৃত্বের হাতে সব ,
প্রবুদ্ধ ব্যক্তির রক্ষা উপদেশ
এ কাজে না গৌরব ।
কত উষ্কানী আর প্ররোচনায়
সমাজে ঘটে কৃত্য ,
মেঘ বিনা ঝড়ে, সমাজ দেশ
কোথা চলে সে নিত্য ?


দ্বন্দ্ব- সংস্কার, ধ্বংস কারক
বর্বর যুগে বাস ,
মেধা, জ্ঞানবল থাকা সত্ত্বেও
মানবতা হয় হ্রাস ।


(০১-০৫-২০২১)