থমথমে আবহাওয়া, ঈশানকোণে মেঘ ,
তারস্বরে চারিদিকে ডাকিছে ভেক্ ।
একবার পড়িলে ঘর থাকিবে না আস্ত
ঘর চাপা পড়া প্রাণীকূল,- ভয়ে ত্রস্ত !


মেছুড়ে সে আবার উঠতি মাছের জ্বালায় -
রুদ্ধশ্বাসে ছোটে- মাছ ধরিবার তাড়ায় ;
ভরা সঙ্কটেও উঠোন ছাড়ে- ব্যতিব্যস্ত ,
ঝড়ে দৃষ্টি কেন্দ্রিত, লাভের তরে সমস্ত ।
তুমুল বেগে বয় ঝড় ! তবু তারা মেতে
ধায়, জেলের পিছু-পিছু , কিছু পেতে ।


মাছ, তারা তো জন সম্পত্তি -
ভাগ নিয়ে দলবাজের- বাটপাড়ি, প্রতিপত্তি ।
তবু করে জল ঘোলা কত মেহনত -
আপসে হানাহানী, রেষারেষী, হোক না হতাহত !
চাপা পড়ে- বহুর দুর্ভোগ ! ফল তার যাতনার -
বলশালী সাবাড় করে যত-যত ভাণ্ডার ।
টুকরো খোরাকের অপেক্ষায়, আর্তরা থাকে ,
কিছু দিনের সুখ পায়, এমনি ঝড়ের বুকে ।


(ইং-০৮-০৩-২০১৯)
*-এখানে মাছ > ননা অর্থে ব্যবহার করা , নিরীহ জনগণ-ভোটার, দেশের সম্পদ, চাল-ডাল, সাহায্য ।