ঝড়, ভাল ও মন্দ দেখে না সে
ইচ্ছার ধনী ,পথ চলা জানে যে ,
স্বভাবে আচারে সদা আদর হীন
নাই ভ্রূক্ষেপ তার রাত ও দিন ।
কারা অভুক্ত, ঘরে নেই ভাত
কে সুখী ,আর্ত, আধমরা-অনাথ ,
ঝঞ্ঝাঝড় তার রাস্তা রাখে সাফ
সৎ অসৎ কারো করে না মাফ ।
ভেঙে চুরে সারা ঘরবাড়ি গাছ ,
হুঙ্কার ছাড়ে সাথে নিয়ে বাজ !


তবুও করে কিছু মহৎ কাজ
অহংকারী তপনের ভাঙে লাজ ।
ছন্নছাড়া মেঘদের ডেকে এনে
তপ্ত মেদিনীরে শীতলতা দানে ।
দৃঢ় মাটি আঁকড়ে ধরা অবস্থান ,
ক্ষমায়, ঝড় দানে তারে পরাণ ।


(ইং-০১-০৬-২০১৯)