আদরে ধরে ক্ষত-ব্যথা, গৃহ আঙিনায় ,
দিন চলে, আসে বছর, সময় বয়ে যায় ;
নিত্যদিনের সাথী- পায় ভরসা ও প্রচুর ,
আগে ও ছাড়ে না কোল- চলিবে সুদূর ।

ভালোবাসা প্রেম-পেতে ওরা যে তৎপর
সাধক লব্ধিতে তারে কৃচ্ছ্র সাধনে প্রখর ,
জীবের উত্থানে ব্যথা-ক্ষত, হয় মহাগুণী-
সদা হৃদে দেয় নাড়া, বোঝাতে মর্মবাণী ।


চায় না দান-দক্ষিণা অথবা অর্থ প্রণামী
তারা চায় ব্যবস্থিত ধারার শান্তির জমি ।
এহেন উপকারীর সাথে ধিক্কারিত পল
পায় না স্থায়ী বসতি তার শিকড়ে বল্ ।


সাবধানে সতেজ তারা অতন্দ্র প্রহরী
মনঃমস্তিষ্কে ভরে কত সুমধুর লহরী ।
নানা ওঝা-বদ্যি, অর্থ, জৌলুস আড়ম্বর ,
তারে বাধা দানে, দূরে ঠেলে বারংবার ।


(ইং-২৪-১০-২০১৯)