সর্বশক্তিমান, সর্বস্তরে সব ভগবান -
নানা আদপ কায়দায় করি তাঁরে সম্মান ।
‘করোনা’ কালে তিনি সুখে, নিশ্চিন্তে ,
টলমল হয়নি তাঁর বিরাজিত আসন-বাসস্থান ।
আদর-যত্ন, সময়ে ব্যবস্থিত আহার বিহার
শান্তি ও সুখের একছত্র দান ,
তাঁর নৈবেদ্যে ফল-ফুল, উপহার
রাতদিন সেবারত, খেটে খাওয়া
সামান্য-বেচারা,-ঐ ইনসান ।
কে বলেছে ! বিপত্তিকালে সবার
সমতালে ভগবান রাখেন না ধ্যান ?
মনে হয় ‘করোনা’ কালে
নিদ্রায় নিমগ্ন ভগবান ।


*-হিন্দী শব্দ ইনসান > মানুষ ।
(ইং-১৭-০৫-২০২০)