গাছ যেখানে জন্ম নেয়- অনড় ,
না কাজে করো বিশেষ ক্ষতি
উল্টে সমৃদ্ধি করে মানুষ বসতি
পুরো জীবজগৎ তার ’পর নির্ভর ।


উজাড়ে গাছ, সেথা না বিরতি ,
অকারণে তারে করে উচ্ছেদ
না পশ্চাতাপ না -কোন খেদ ,
কত নির্মম আচরণ গাছ প্রতি ।


এক মাত্র গাছের অপরাধ
কষ্ট সহ্যতে সে অতি অগাধ ,
উপকারী মানুষের এমনি হাল
তাকে ছিঁড়ে খায় দুর্বৃত্ত মাতাল ,
সাধারণত সহিষ্ণু হিতকারী হলে
তারে করে শেষ, যে কোন ছলে ।


(১৩-০৮-২০২১)