খেলায় খেলায় হ’ল সে নেতা ,
একি জ্বালা !ভীষণ মাথা ব্যথা ।
বাপ-রে বাপ ! এত ঝামেলা -
দেশ কাজে ধকল যে মেলা ।
সে চেয়েছিল নির্ঝঞ্ঝাট পথ ,
নিজেরে গড়িবে শাসক- সৎ ।
নেতাগিরীতে গজাবে ভিতে -
স্বচ্ছ ও সুন্দর ভরিবে রীতে ।
ভবেছিল দেশের বাড়াবে মান -
কামাবে সুনাম, প্রচুর সম্মান ।
ঠ্যাঙের উপর ঠ্যাঙ তুলে -
দিব্যি কাটাবে ঝামেলা ভুলে !
কেষ্টা-কানাইয়ের বাঁশির সুরে ,
উতরে যাবে সে জীবন ভরে ।


এবার পড়েছে মহাজ্বালায় !
হায় ! পরসেবায় যে প্রাণ যায় ।
কত জলে কত মাছ ?
ঠাহর পাচ্ছে, সঠিক আঁচ !
ছেড়ে দে মা কেন্দে বাঁচি ,
ঢের ভাল যে মারাটা মাছি ।
দু’হাতে ধরি নিজের দু’কান
এবার বাঁচুক বাপের পরাণ ।
অনেক হল , নেই দরকার-
চাই না সুখ এ রাজার ঘর !
করিতে চাইনা, হিল্লী-দিল্লী -
হতে চাই আমি, শান্তবিল্লী ।
খেয়ে শাপলা পাতার ঝোল -
সুখেতে বাজাব ভাঙা ঢোল ।


(ইং-০৩-১১-২০১৭)